আমরা চাই শুধু পড়াশোনা শুধু সার্টিফিকেট অর্জনের জন্য হবে না- হবে শেখা ও জানার উদ্দেশ্যে। আমরা চাই এমন প্রজন্ম গড়ে উঠবে, যারা হবে বাস্তবসচেতন। যারা চিন্তা করতে শিখবে। চিন্তা করবে সমাজকে সুন্দর করার, মানুষের দুঃখ দূর করার, সৃষ্টির সেবা করার, স্রষ্টার প্রিয় হওয়ার।