২০২৫ শিক্ষাবর্ষের NCTB প্রকাশিত পাঠ্যপুস্তক – প্রাথমিক পর্যালোচনা

আসসালামু আলাইকুম। ২০২৫ সালের পাঠ্যপুস্তক একটু আগেই NCTB ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সরকার পতনের সাথে শিক্ষাক্রমে পরিবর্তন এসেছে, তবে তা ঠিক নতুনত্ব নয়, বরং আমরা ২০১২ সালের শিক্ষাক্রমে ফিরে যাচ্ছি। পাঠ্যপুস্তকগুলো ২০১২ শিক্ষাক্রম অনুযায়ী লেখা বইগুলোর সর্বশেষ সংস্করণের ভিত্তিতে লেখা। মূলত ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ২০১২ এর শিক্ষাক্রমের বড় পরিবর্তন আসে। তাই অধিকাংশ বই মূলত ২০২২ সালের বইয়ের পরিমার্জিত রূপ। মূল্যায়নপদ্ধতিতেও ফিরে আসছে সৃজনশীল পদ্ধতির পরিমার্জিত রূপ।

দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশে শিক্ষাক্রম ক্রমশ অবনতির দিকেই গেছে। কফিনে শেষ পেরেক ঠোকার মত হয়ে এসেছিলো ২০২৩ ও ২০২৪-এর শিক্ষাক্রম। যদিও বাহ্যিকভাবে এক্টিভিটিনির্ভর, গ্রুপওয়ার্ক উৎসাহ দেয়াকে প্রাধান্য দেয়া হয়েছে এমনটা দেখানো হয়েছে- তবে বাস্তবতা ছিলো শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেয়ারই নামান্তর। পাশাপাশি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে নব্য পাশ্চাত্য আইডিওলোজিগুলোতে দীক্ষিত করার চেষ্টাসহ বিভিন্নভাবে বিতর্কিত হয়েছিলো বইগুলো।

এবছর তার থেকে তুলনামূলক ভালো একটি শিক্ষাক্রমে আমরা ফিরে যাচ্ছি। ‘তুলনামূলক’ বলছি, তবে সত্যি বলতে যদি আমরা গত দু’বছরের শিক্ষাক্রমকে মানদন্ড ধরি, তাহলে আসলে আমরা মানদন্ড আসলে অনেক নিচে নামিয়ে ফেলছি।

জুলাই অভ্যুত্থানের পর আমার আশা ছিলো ২০১২-এর আগের শিক্ষাক্রমের বইগুলোর পরিমার্জিত সংস্করণ আমরা ফিরে পেতে পারি কিনা। ২০১০ সালের দিকের নবম-দশম শ্রেণির তপন, হাসান ও চৌধুরী স্যারের পদার্থবিজ্ঞান বই, হাজারী স্যারের রসায়ন বইগুলো সত্যিকারার্থে মানসম্মত বই ছিলো। দুঃখজনকভাবে আমরা সে বইগুলো ফিরে পাচ্ছি না।

যাইহোক, গত প্রায় ১৫ বছর থেকে এবছরের বইয়ের সবচেয়ে ভালো বিষয় হলো ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উক্তি, বিভিন্নভাবে বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু চেতনায় উদ্দীপ্ত করা এই বিষয়গুলো থেকে অবশেষে আমরা মুক্তি পাচ্ছি। মুক্তিযুদ্ধের আলোচনায় প্রাসঙ্গিকভাবে বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানের নাম ও ছবি এসেছে।

যতটুকু দেখলাম, ২০২২ শিক্ষাবর্ষের বই একদম হুবহু ছাপা হয়নি এবছর। অনেকগুলো বইয়ে পাঠ্যসূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। কিছু অধ্যায় বাদ দেয়া হয়েছে, কিছু অধ্যায় পরিবর্তন হয়েছে, কিছু অধ্যায় সম্প্রসারণ হয়েছে। আমরা ধীরে ধীরে বেশ কিছু বই বিস্তারিত পর্যালোচনা করার চেষ্টা করব, ইন শা আল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *