পরিবর্তনের প্রত্যয়ে পরাবৃত্ত

জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তিতে ক্রমশ অগ্রসর হয়েছে মানুষ। জেনেছে অজানাকে, সম্ভব করেছে আপাত অসম্ভবকে। অথচ অশান্তি-অনাচার, যুদ্ধ-বিগ্রহ থামেনি কখনো। মানুষের জীবনে শান্তি আসেনি। শিক্ষার হার বেড়েছে। কিন্তু সে শিক্ষা মানুষকে ‘মানুষ’ কতটুকু করতে পেরেছে, এই প্রশ্নের উত্তরটা যেন অমীমাংসিত থেকে গেছে।

চারিদিকে এক অদ্ভুত প্রতিযোগিতা। ক্যারিয়ার, সম্পদ, ক্ষমতায় সবাইকে পেছনে ফেলে নিজে এগিয়ে যাওয়ার জন্য নিরন্তর ছুটে চলা। জীবনের শুরু থেকে একটা মূলমন্ত্র সেট হয়ে যায় আমাদের- ক’টা দিন কষ্ট করে পড়াশোনা কর, তারপর ভালো ভার্সিটি কিংবা ভালো চাকরিতে গেলে সম্পদ আর সম্মানের অভাব হবে না। আমরাও চলি সেই পথে।

কিন্তু এই পথের শেষে কী আছে? ভার্সিটি কিংবা ভালো চাকরি পর্যন্ত গেলাম, তারপর? তারপর জীবন হয়ে যায় লক্ষ্যহীন। শুধু সম্পদ গড়া আর ক্ষমতা প্রদর্শনের প্রতিযোগিতা। তার জন্য যদি অন্যায়-দুর্নীতির পথে যেতে হয়, হোক না! যদি আর কাউকে সর্বসান্ত করতে হয়, তাতেই বা আমার কী! আমাদের মাইন্ডসেট যেন এরকম হয়ে গেছে।

আরেকবার চিন্তা করা দরকার। একটা পরিবর্তন দরকার। সে পরিবর্তন আমাদের আনতে হবে। নতুন সমাজ গড়ে তুলতে হবে আমাদেরই। আমরা সে পরিবর্তন আনবো।

ইন শা আল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *