প্রথম অধ্যায় (রসায়নের ধারণা) – রসায়নের পরিসর

This entry is part 3 of 11 in the series এসএসসি রসায়ন

রসায়নে আমরা যেহেতু পদার্থ ও পদার্থের পরিবর্তন বোঝার চেষ্টা করি, যা মূলত আমাদের চারপাশে সর্বত্র; কাজেই রসায়নের পরিসর ঠিক ততটাই বিস্তৃত।

দৈনন্দিন জীবনের ঘটনা ব্যাখ্যায় রসায়ন

আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা, যেমন পাকা ফলের রং-স্বাদ বদলানো, মোমবাতির আলো দেয়া, লোহায় মরিচা ধরা, বিভিন্ন ওষুধের কার্যকারিতা আমরা ব্যাখ্যা করতে পারবো রসায়নের দিক থেকে।

পাঠ্যবইয়ের টেবিল ১.০১: দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় রসায়নের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ

রসায়নের প্রয়োগ

যদি আমরা পৃথিবীর ইতিহাসকে জানতে চাই, কীভাবে কোটি কোটি বছরের পরিক্রমায় উত্তপ্ত, নিষ্প্রাণ পৃথিবী আমাদের বাসযোগ্য হয়ে উঠেছে- অসংখ্য রাসায়নিক পরিবর্তন দিতে পারে সে ব্যাখ্যা। যখন জীবের আত্ম-সচেতনতা, ইচ্ছাশক্তি এবং আরো অনেক কিছু বিজ্ঞানের ক্ষেত্রের বাইরে- বাহ্যিকভাবে জীবদেহ প্রতিনিয়ত অসংখ্য রাসায়নিক কার্যকলাপের কারখানা। আমাদের পোশাক, বিভিন্ন প্রসাধনী, দৈনন্দিন ব্যবহারসামগ্রীর উদ্ভাবন ও উৎকর্ষসাধনে রসায়ন ভূমিকা রেখেছে। শিল্পক্ষেত্রে প্রভূত উন্নয়ন এনে দিয়েছে রসায়নের জ্ঞান। এবং রসায়নের প্রয়োগের পরিধি নিয়ে কথা বললে শুরুতে যা বলেছি রসায়নের পরিধি পদার্থের মতই সর্বত্র বিস্তৃত।

পাঠ্যবইয়ের টেবিল ১.০২: রসায়নের কিছু ক্ষেত্র
Series Navigation<< প্রথম অধ্যায় (রসায়নের ধারণা) – রসায়ন পাঠের গুরুত্বপ্রথম অধ্যায় (রসায়নের ধারণা) – বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে সম্পর্ক >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *